অনেকেই বলে থাকেন ই-বাইক বা স্কুটি মোটর সাইকেল ৫-৭ টাকার চার্জ করলে সারাদিন চালানো যায়। এটি ভুল ধারণা। যারা ইলেকট্রিক বাইক চালাচ্ছেন তারা জানেন চার্জের ক্ষেত্রে কত টাকা খরচ হয় এবং কত সময় লাগে চার্জ হতে।
তাই ইলেকট্রিক স্কুটার বা ই-বাইক ব্যবহারকারীদের কথা বিবেচনা করে আমরা নিয়ে এসেছি, সম্পূর্ণ এ আই টেকনোলজি ব্যবহার করে জাপানি প্রযুক্তিতে নির্মিত, এ আই পাওয়ার সেভার ডিভাইস। যা ব্যবহারে আপনার ই-বাইক দ্রুত সময়ে এবং কম খরচে চার্জ হবে। সেই সাথে বিদ্যুতে আপ ডাউনে ব্যাটারী, বা পার্টসের ক্ষতি রোধ করবে।